এইউবিতে এইচএসসিতে কৃতি শিক্ষার্থীদের বর্নাঢ্য
 সংবর্ধনা ও পুরস্কার বিতরনী
এশিয়ান ইউনিভার্সিটি বাংলাদেশ (এইউবি) তে এইচএসসিতে কৃতি শিক্ষার্থীদের নিয়ে এক বর্নাড্য সংবর্ধনা ও পুরস্কার বিতরনীর আয়োজন করা হয় । বিশ্ববিদ্যালয়ের রেজিস্টার মু.শাহ আলম এর সভাপতিত্তে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য পেশ করেন এইউবির প্রতিষ্ঠাতা পরিচালক ও উপাচার্য ড. আবুল হাসান এম সাদেক ।  উদ্বোধনী বক্তব্য পেশ করেন পরীক্ষা নিয়ন্ত্রক কে.এম.মনিরুল ইসলাম । অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বিজনেস অনুষদের ডিন আব্দুস সালাম, ড. খলিলুর রহমান, ভর্তি বিভাগের পরিচালক, বিভাগীয় প্রদানগন এবং বিভিন্ন বিভাগের পরিচালকগন। অনুষ্ঠানে ছাত্রছাত্রিদের দৃষ্টিনন্দন গিফ্ট ও সনদপত্র প্রদান করা হয়। এছাড়াও উপস্থিত ছাত্রছাত্রীর মাঝে র্যাপেল ড্র এর আয়োজন করা হয়, র্যাপেল ড্রতে ১ম বিজয়ীকে ল্যাপটপ, ২য় বিজয়ীকে ট্যাব, ৩য় বিজয়ীকে ১টি স্মার্ট ফোনসহ  ১৫ জনকে  আকর্ষনীয় পুরস্কার প্রদান করা হয়। সব শেষে সাংস্কৃতিক আয়োজনের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি হয় । 
মোঃ জোবায়ের হোসাইন 
জনসংযোগ কর্মকর্তা
 
 
 
 
 
 
 
 
![গুরুত্বপূর্ণ লিংক সমূহ:- [Software]](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgd7Uhk0-zI7vLfnGe-FcxKizqCZhwcVa3RIvE-sqtRVJO9LHwDe8nREY9vUfEcbzGu6-FiohrFp0tdm2Ta3t59p74gB46tZJjd2Wm4H3eqSrqKvw8E2eoxPWuQ-xI506nMaqyL4w5gDU8/w72-h72-p-k-no-nu/2.jpg) 
 
 
 
 

 
 
No comments:
Post a Comment