শুভজনের ৭ম বর্ষে
পদার্পণে শিল্পী- সাহিত্যিকদের মিলনমেলা 
প্রতিষ্ঠার
ছয় বছর পেরিয়ে ৭ম বর্ষে পদার্পণ করলো শুদ্ধ ধারার সাহিত্য সাংস্কৃতিক কর্মীদের
সংগঠন শুভজন । ৭ সেপ্টেম্বর শুক্রবার সন্ধ্যায় শুভজনের ৭ম বর্ষে পদার্পণের দিনে
রাজধানীর সেগুনবাগিচার একটি রেস্টুরেন্টে শিল্পী, সাহিত্যিক, সাংবাদিক ও
সাংস্কৃতিক কর্মীদের মিলনমেলা, কেক কাটা, গান কবিতার মধ্য দিয়ে উদযাপন করা হয়
শুভজনের ৭ম জন্মবার্ষিকী । শুভজনের প্রতিষ্ঠাতা ও কেন্দ্রীয় নির্বাহী পর্ষদের
সাধারন সম্পাদক আবৃত্তিশিল্পী তরুণ রাসেলের সঞ্চালনা এবং শুভজন সভাপতি কবি নইম
হাসানের সভাপতিত্তে অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শুভজন
পদকপ্রাপ্ত গুণীজন, বরেণ্য সাংবাদিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব কামাল লোহানী ।
প্রধান অতিথি ছিলেন শুভজন পদকপ্রাপ্ত গুণীজন কবি কাজী রোজী এমপি, এছাড়াও অনুষ্ঠানে
অতিথি হিসেবে উপস্থিত থেকে শুভজনের প্রতি শুভাশিস জানান গনপ্রজাতন্ত্রি বাংলাদেশ
সরকারের প্রাক্তন অতিরিক্ত সচিব কথাসাহিত্যিক মইনুদ্দিন কাজল, বিশিষ্ট
শিশুসাহিত্যিক ও কবি আসলাম সানী, কবি ও কথা সাহিত্যিক শাফাত শফিক, স্পোর্টস
জার্নালিস্ট কমিউনিটির সভাপতি আসিফ ইকবাল, মিডিয়া ব্যক্তিত্ব নাজমুল হুদা, হোটেল
পারাবত ইন্টারন্যাশনাল এর স্বত্বাধিকারী ওয়াদুদ চৌধুরী, শুভজনের সাবেক সভাপতি কবি
এমআর মনজু, ঢাকা মৌলিক নাট্যদলের সভাপতি সাজু আহমেদসহ শিল্প সাহিত্য জগতের আরও
অনেকেই। শুভজনের ৭ম জন্মদিনের কেক কাটার মুহূর্তে সংক্ষিপ্ত আলোচনায় অতিথিরা শুভজনের
প্রতি শুভকামনা জানিয়ে বলেন – শুভজনের সাথে সম্মিলিত শুভবোধের যে তরুণেরা যুক্ত
আছো তোমাদের শুভকাজ গুলোকে আজ দেশব্যাপী ছড়িয়ে দিতে হবে । দেশের প্রত্যেকটি স্থানে
শুভজনের শক্ত ঘাঁটি গড়ে তুলতে হবে যাতে কোনপ্রকার অশুভশক্তি আমাদের ভবিষ্যৎ
প্রজন্মকে অন্ধকারের পথে নিয়ে যেতে না পারে। মানবতাই পরম ধর্ম এই অমিয় সত্য
প্রতিষ্ঠায় একমাত্র শুভজনই এগিয়ে আসতে পারে । সত্য ও সুন্দর প্রতিষ্ঠিত হোক,
শুভজনের জয় হোক এই প্রত্যয় ব্যক্ত করে অতিথিরা শুভজনের জন্মদিনের কেক কাটেন । এরপর
অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন সংগীতশিল্পী রুবিয়া মল্লিকা, কণ্ঠশিল্পী সানিয়া রমা,
জাহিদ হোসেন, মোঃ সহিদুল্লাহ, ইমন ও রাজসি । স্বরচিত কবিতা আবৃত্তি করেন কাজরী তিথি জামান, কবি আনিস মুহম্মদ, শ্যামলী
খান, নাসিরুদ্দিন শাহ , কবি নিপা চৌধুরী, ইমরান পরশ, রেহান রুবেল, হীরা মণি এবং নুরুন
নেওয়াজ রানা প্রমুখ। সবশেষে বরেণ্য সঙ্গীতজ্ঞ কানাইলাল শীল এর দৌহিত্র শুভজন সদস্য
সুমন কুমার শীলের বাজানো দোতারার অপূর্ব সুরের মূর্ছনা অনুষ্ঠানকে আরও মোহনীয় করে
তোলে ।  
বার্তা প্রেরক 
তরুণ রাসেল 
প্রতিষ্ঠাতা , শুভজন । 
০১৯২২৪৪৩১৪৭
 
 

 
 
 
 
 
 
![গুরুত্বপূর্ণ লিংক সমূহ:- [Software]](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgd7Uhk0-zI7vLfnGe-FcxKizqCZhwcVa3RIvE-sqtRVJO9LHwDe8nREY9vUfEcbzGu6-FiohrFp0tdm2Ta3t59p74gB46tZJjd2Wm4H3eqSrqKvw8E2eoxPWuQ-xI506nMaqyL4w5gDU8/w72-h72-p-k-no-nu/2.jpg) 
 
 
 
 

 
 
No comments:
Post a Comment