হাসিনা ইসলাম সীমা'র আত্মজীবনী
হাসিনা ইসলাম সীমা। জন্ম: ২৬ ডিসেম্বর। পিতা : বিশিষ্ট শিল্পপতি ও সমাজসেবক এ.কে.এম শহীদুল ইসলাম, মাতা : তাহমিনা ইসলাম। পৈতৃক নিবাস : গাজীপুর জেলার জয়দেবপুরে। তিনি পিতা-মাতার পাঁচ সন্তানের মধ্যে জ্যেষ্ঠ। শৈশব, কৈশোর ও বর্তমান কাটছে রাজধানী শহর ঢাকার বনানীতে। বাবার কাছে তাঁর শিক্ষা জীবনের হাতে খড়ি সেই পাঁচ বছর বয়স থেকে। আজ অব্দি তিনি বাবার হাত ধরেই ভারতে পি.এইচ.ডি করছেন। সাহিত্যানুরাগী মায়ের অনুপ্রেরণায় স্কুল জীবন থেকেই তিনি স্কুল ম্যাগাজিন, দেয়াল পত্রিকা এবং পরবর্তীতে কলেজ ম্যাগাজিন, ইউনিভার্সিটি জার্নাল, সাপ্তাহিক বিচিত্রা, দৈনিক কালের কণ্ঠ, মাসিক ভিন্নমাত্রা-সহ বহু সংখ্যক দৈনিক, সাপ্তাহিক, পাক্ষিক ও মাসিক পত্রিকায় অসংখ্য বার কবিতা, গল্প, ফিচার, গবেষণাধর্মী ও বিষয় ভিত্তিক লেখা লিখে যাচ্ছেন। ষষ্ঠ শ্রেণিতে পড়াকালীন সময়ে সর্বপ্রথম তৎকালীন ‘সাপ্তাহিক বিচিত্রায়’ তার কবিতা প্রকাশিত হয়। ভারতের বিভিন্ন জার্নালেও তিনি লিখছেন নিয়মিত। এইচ.এস.সি পাশের পরপর তার বিবাহিত জীবন শুরু হওয়া সত্বেও স্বামীর উৎসাহ ও সহযোগিতায় তিনি বাংলা সাহিত্যে অনার্সসহ মাস্টার্স; বি.এড ও এম.এড (ঢাকা বিশ্ববিদ্যালয়), এম.বি.এ (এইচ.আর.এম), এল.এল.বি (জাতীয় বিশ্ববিদ্যালয়) থেকে সম্পন্ন করেছেন। বর্তমানে তিনি ভারতের যাদবপুর বিশ্ববিদ্যালয় এ ঔপন্যাসিক শরৎচন্দ্র চট্টোপাধ্যায় এর নারী চরিত্র নিয়ে গবেষণা করছেন। শিক্ষা এবং শিক্ষকতা পেশার উপর স্কুল-কলেজের নিবন্ধনসহ ডজন খানেক সার্টিফিকেট কোর্স তিনি করেছেন। বাংলাদেশ ও ভারতে বিভিন্ন সময় তিনি শিক্ষা ও সাহিত্যের উপর বিভিন্ন ইন্টারন্যাশনাল সেমিনার ও ওয়ার্কশপ করেছেন। হাজী শরিয়াতুল্লাহ্ ডিগ্রী কলেজের মাধ্যমে তাঁর কর্মজীবন শুরু হয়। বর্তমানে তিনি সাউথইস্ট ইউনিভার্সিটিতে অধ্যাপনা করছেন। তিনি বংলাদেশ ‘শিক্ষক পর্ষদ’ এর সদস্য। এছাড়াও পাশাপাশি তিনি ‘GAC-UNI-GLOBAL SHIPPING LTD’ Gi Director (HR) হিসেবে রয়েছেন। তিনি শিপিং এর উপর দুবাই ট্রেনিংও সার্টিফিকেট কোর্স করেছেন। বাংলাদেশের অভ্যন্তরে টেকনাফ থেকে তেঁতুলিয়া ভ্রমণ করেছেন একাধিকবার। এছাড়াও থাইল্যান্ড, সিংগাপুর, মালয়েশিয়া, নেপাল-সহ আরও বেশ কয়েকটি দেশে একাধিকবার ভ্রমণ করেছেন। তিনি স্বপরিবারে ২০০৮ ও ২০১২ তে ওমরা হজ্ব এবং ২০১৭ তে পবিত্র হজ্জ্ব পালন করেছেন। তিনি সামাজিক উন্নয়নের ক্ষেত্রে বেশ কিছু কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত। তিনি ‘বনানী সোসাইটি’এর আজীবন সদস্য।
ব্যক্তিগত জীবনে তিনি এক পুত্র ও দুই কন্যা সন্তানের জননী।
কাব্যগ্রন্থ:
আমি সীমন্তনী
কাব্যগ্রন্থ:
আমি সীমন্তনী
যৌথ কাব্যগ্রন্থ:
১. কাব্যের সমাহার
২. কবিতায় ভালোবাসা,
৩. কাব্যপ্রেম
৪. হৃদয়ে রক্তক্ষরণ,
৫. রোহিঙ্গাদের আর্তনাদ
৬. কবিকোষ,
৭. রক্তাক্ত রোহিঙ্গা
৮. নতুন সকালের কাব্য,
৯. কবিকোষ
১০. কবি ও কবিতার ভাণ্ডার
১১. কাব্যমাত্রা
১. কাব্যের সমাহার
২. কবিতায় ভালোবাসা,
৩. কাব্যপ্রেম
৪. হৃদয়ে রক্তক্ষরণ,
৫. রোহিঙ্গাদের আর্তনাদ
৬. কবিকোষ,
৭. রক্তাক্ত রোহিঙ্গা
৮. নতুন সকালের কাব্য,
৯. কবিকোষ
১০. কবি ও কবিতার ভাণ্ডার
১১. কাব্যমাত্রা
গল্পগ্রন্থ:
১. অস্ফূট কলি অলখে হারায়
যৌথ গল্পগ্রন্থ:
১. গল্পগ্রন্থ,
২. শিশুতোষ অনুবাদ গল্পগ্রন্থ
১. অস্ফূট কলি অলখে হারায়
যৌথ গল্পগ্রন্থ:
১. গল্পগ্রন্থ,
২. শিশুতোষ অনুবাদ গল্পগ্রন্থ
হজ্ব বিষয়ক বই:
হজ্ব কাফেলা
উল্লেখযোগ্য পুরস্কার:
১. শের-ই-বাংলা সম্মাননা
২. নারী উদ্যোক্তা হিসেবে স্বর্ণপদক
৩. ব্যজ্ঞনবর্ণ পাবলিকেশন পুরস্কার; কলকাতা
৪. যাদবপুর বিশ্ববিদ্যালয় শিক্ষা পুরস্কার
৫. স্বাধীন বাংলা শিশু-কিশোর পুরস্কার, জ্ঞানতাপস ড. মুহাম্মদ শহীদুল্লাহ স্মৃতি সম্মাননা ২০১৮ সহ আরও বেশ কিছু পুরস্কার রয়েছে।
১. শের-ই-বাংলা সম্মাননা
২. নারী উদ্যোক্তা হিসেবে স্বর্ণপদক
৩. ব্যজ্ঞনবর্ণ পাবলিকেশন পুরস্কার; কলকাতা
৪. যাদবপুর বিশ্ববিদ্যালয় শিক্ষা পুরস্কার
৫. স্বাধীন বাংলা শিশু-কিশোর পুরস্কার, জ্ঞানতাপস ড. মুহাম্মদ শহীদুল্লাহ স্মৃতি সম্মাননা ২০১৮ সহ আরও বেশ কিছু পুরস্কার রয়েছে।
No comments:
Post a Comment