হেমন্তের হাওয়া
আবুল হাসান মুহাম্মদ সাদেক
জুড়ায় নয়ন যাই হারিয়ে
কাশফুলের বনে।
হেমন্তেরই লাগলো হাওয়া
দখিন বাতায়নে
সোনার ধান আর গাছের পাতায়
বিন্দু শিশির জমে
হেমন্ত আজ এলো ধরায়
সাদা মেঘের খামে।
ঘাসের বুকে জ্বলজ্বল
মিষ্টি মিষ্টি রোদ
রাতের দেনা প্রভাতরশ্মি
সবটুকো দেয় শোধ।
নদীর ধারে প্রাণ জুড়ে যায়
মাঝি মাল্লার গানে
বৌ ঝি আর গিন্নিরা সব
ঢেঁকিতে ধান ভানে।
গন্ধরাজে মন মাতে আজ
শিউলি তলায়
নাচে হৃদয় বাজে বাঁশি
আপন ভোলায়।
থেকে যাও হেমন্ত তুমি
এই কিনারায়
দিবানিশি উঁকি দাও
মনের জানালায়।
লেখক: কবি প্রবন্ধিক ও গবেষক
আবুল হাসান মুহাম্মদ সাদেক
জুড়ায় নয়ন যাই হারিয়ে
কাশফুলের বনে।
হেমন্তেরই লাগলো হাওয়া
দখিন বাতায়নে
সোনার ধান আর গাছের পাতায়
বিন্দু শিশির জমে
হেমন্ত আজ এলো ধরায়
সাদা মেঘের খামে।
ঘাসের বুকে জ্বলজ্বল
মিষ্টি মিষ্টি রোদ
রাতের দেনা প্রভাতরশ্মি
সবটুকো দেয় শোধ।
নদীর ধারে প্রাণ জুড়ে যায়
মাঝি মাল্লার গানে
বৌ ঝি আর গিন্নিরা সব
ঢেঁকিতে ধান ভানে।
গন্ধরাজে মন মাতে আজ
শিউলি তলায়
নাচে হৃদয় বাজে বাঁশি
আপন ভোলায়।
থেকে যাও হেমন্ত তুমি
এই কিনারায়
দিবানিশি উঁকি দাও
মনের জানালায়।
লেখক: কবি প্রবন্ধিক ও গবেষক
No comments:
Post a Comment