কর্ণফুলির কান্না
কবির কাঞ্চন
কর্ণফুলী নদীর বুকে
উথালপাথাল ঢেউ,
ঢেউয়ের মাঝে কান্না ঝরে
দেখে না তা কেউ।
যৌবনকাল পেরিয়ে যেনো
বার্ধক্যে ঘুরছে,
নদীখেকোর হিংস্র থাবায়
নিত্যকার পুড়ছে।
নদীর দুঃখে মাঝি কাঁদে
কাঁদে নদীর মাছ,
গিলে খেয়ে কর্ণফুলি
শকুন করে নাচ।
পরিবেশকে ধ্বংস করে
পায় কী তারা সুখ,
সুজন মাঝি আর্তনাদে
ফাটাই নিজের বুক।
বাঁচাও নদী বাঁচাও জীবন
বাঁচাও পরিবেশ,
জীবন দিয়ে গড়বো মোরা
সোনার বাংলাদেশ।
লেখক: কবি ও সহকারী শিক্ষক,
বেপজা পাবলিক স্কুল ও কলেজ চট্টগ্রাম
কবির কাঞ্চন
কর্ণফুলী নদীর বুকে
উথালপাথাল ঢেউ,
ঢেউয়ের মাঝে কান্না ঝরে
দেখে না তা কেউ।
যৌবনকাল পেরিয়ে যেনো
বার্ধক্যে ঘুরছে,
নদীখেকোর হিংস্র থাবায়
নিত্যকার পুড়ছে।
নদীর দুঃখে মাঝি কাঁদে
কাঁদে নদীর মাছ,
গিলে খেয়ে কর্ণফুলি
শকুন করে নাচ।
পরিবেশকে ধ্বংস করে
পায় কী তারা সুখ,
সুজন মাঝি আর্তনাদে
ফাটাই নিজের বুক।
বাঁচাও নদী বাঁচাও জীবন
বাঁচাও পরিবেশ,
জীবন দিয়ে গড়বো মোরা
সোনার বাংলাদেশ।
লেখক: কবি ও সহকারী শিক্ষক,
বেপজা পাবলিক স্কুল ও কলেজ চট্টগ্রাম
 
 

 
 
 
 
 
 
![গুরুত্বপূর্ণ লিংক সমূহ:- [Software]](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgd7Uhk0-zI7vLfnGe-FcxKizqCZhwcVa3RIvE-sqtRVJO9LHwDe8nREY9vUfEcbzGu6-FiohrFp0tdm2Ta3t59p74gB46tZJjd2Wm4H3eqSrqKvw8E2eoxPWuQ-xI506nMaqyL4w5gDU8/w72-h72-p-k-no-nu/2.jpg) 
 
 
 
 

 
 
No comments:
Post a Comment