মুজিবনগর
ডাক
দিয়েছে
যুদ্ধে
চলে
যা
বাদল
মেহেদী
মেহেরপুরে
সূর্য
উঠে -মেহেরপুরে সূর্য
ভোরের
বাতাস
গর্জে
ওঠে
ভৈরবী
রণতুর্য
গাছে
গাছে
পাখিসব
উড়ে
উড়ে
বলে,
স্বাধীনতার
যুদ্ধ
শুরু
সবাই
এসো
চলে।
স্বাধীনতা
স্বাধীনতা
গর্জে
ওঠে
দেশ
পরাধীনতার
ভাঙবো
শিকল
ঘুচাবো
সকল
ক্লেশ
মুজিবনগর
নামটি
পেল
অজপাড়াগাঁ
স্বাধীনতা
আনতে
হলে
যুদ্ধে
চলে
যা।
আমবাগানে
হারিয়ে
যাওয়া
লাল
সুরুজটা
এনে
এবার
তোরা
বসিয়ে
দে
সবুজ
জমিনে
স্বাধীনতা
স্বাধীনতা
বাংলা
আমার
মা
মুজিবনগর
বলছে
তোদের
যুদ্ধে
চলে
যা।
No comments:
Post a Comment