Jagrotobibek24

তথ্য, বিনোদন, সমাজ, বিজ্ঞান ও সাহিত্য সমৃদ্ধ একটি সুন্দর ব্লগ

Sponsored by: VINNOMATRA

GoRiseMe.com

Followers

Wednesday 12 February 2020

মুজিব - মোহাঃ রহমত আলী

মুজিব
মোহাঃ রহমত আলী



আমি ধ্বনি খুঁজতে বর্ণ, বর্ণ খুঁজতে শব্দ পেয়েছি,
একাত্তরের মঞ্চে নেতার বাণী আজও শুনি।
‘শেখ মুজিব’, ‘মুক্তিযুদ্ধ’- স্বাধীনতার বাণী।
আহা! তুমি কান্ডারী, তুমি কর্ণধার, তুমিত ধন্য শ্রেষ্ঠ বাঙালি
আমি বলব, ‘মুজিব দেশ’ হলো কি?
শহিদ মিনার ফুলে ফুলে ভরা। কত ফুল কত ছবি!
শহিদ মিনার যেন দেখি জীবন্ত মানুষের কত ছবি।
মুজিব তোমাকে স্মরণ করে
এক একটি ব্যানারে, একটি ছবি, রক্তের যেন কালি, ব্যানারে দেখি
মুজিব, তোমার ছবি!
ছাত্র-ছাত্রী, শিক্ষক কর্মচারী-সবাই যেন লড়ি।
মুখে বুলি, ব্যানারে ছবি, হাতে-কলমে সবই বলি,
‘মুজিব তোমায় কত ভালোবাসি।’
আজও যেন স্বপ্ন দেখি!
বায়ান্নো একাত্তর কবেকার অশ্রু মেশানো রক্ত দিয়ে আঁকা
মানুষ নামে তোমায় জানি হে মানুষ,
তোমার ডাকে সাড়ে সাত কোটি জনতা জাগে
অরাজকতা, অপকর্ম, উচ্ছৃঙ্খল, দুর্নীতি ঠেকাতে উচ্চকণ্ঠে হুংকার দিয়ে
বলিষ্ঠ কণ্ঠে হুঁশিয়ারী।
বঙ্গবন্ধু, তুমি সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি।
সাবাশ বাংলা! সাবাশ বাংলা।
মাতৃভাষায় তুমি দিলে উপহার
রক্তঝরা ইতিহাস।
তুমি বাঙালির প্রাণের সেই সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি
শত বছরের বঙ্গবন্ধু শেখ মুজিব।

No comments:

Post a Comment

International