Jagrotobibek24

তথ্য, বিনোদন, সমাজ, বিজ্ঞান ও সাহিত্য সমৃদ্ধ একটি সুন্দর ব্লগ

Sponsored by: VINNOMATRA

GoRiseMe.com

Followers

Wednesday, 12 February 2020

পদ্মা নদীর খেলা - মোঃ ইমরান আলী

পদ্মা নদীর খেলা
মোঃ ইমরান আলী



পদ্মা তুমি খেলেছো অনেক খেলা;
কবি লিখলো কবিতায় তার লীলা।
আকাশে বাতাসে মানুষের আহাজারি;
ভাঙ্গনে দিলনা বাদ গরিবের ঘরবাড়ি।
সুখের ঘর ছেড়ে গড়লো দুঃখের মেলা।
তবু হুঁশ হয়না তোমার-কর অবহেলা।
জানি তুমি মাছ দাও; কর উপকার;
আরও কত কল্যাণ আছে তো তোমার।
জানলো পৃথিবী স্বর্গ; দৈর্ঘ্য আর প্রস্থ;
বাঙ্গালি পেল দুঃখ, কষ্ট আর শুধুই নষ্ট।
কোথায় তোমার নীরবপ্রাণ আছে লুকিয়ে
বয়ে আনো জল হিমালয় থেকে নিয়ে।
কর গর্ব আর পূর্ণ কর মাছের পেয়ালা;
আজ থেকে ছেড়ে দাও কীর্তিনাশার খেলা।

1 comment:

International