কাঁদো মিয়ানমার
মিয়ানমার তুমি কাঁদছো কেন?
মৃত্যুর মিছিলে ভাসছো কেন?
দম্ভ তোমার কোথায় গেল?
অং সান সুচি একি হলো!
রোহিঙ্গার আর্তনাদ দেখেছো কি বিশ্ব?
যখন তারা হয়েছিল নিঃস্ব-
লাল সবুজের সুবিশাল মৃত্তিকায়-
হয়েছে তাদের শান্তির ঠাঁই-
রোহিঙ্গা মুসলিম' ছিল মজলুম-
স্রষ্টার কাছে তারা দিয়েছিল বিচার
আজ সেনাশাসকের হাতে-
মৃত্যুর মিছিলে কাঁদো মিয়ানমার- 
কাঁদো মিয়ানমার...
 
 
 
 
 
 
 
 
![গুরুত্বপূর্ণ লিংক সমূহ:- [Software]](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgd7Uhk0-zI7vLfnGe-FcxKizqCZhwcVa3RIvE-sqtRVJO9LHwDe8nREY9vUfEcbzGu6-FiohrFp0tdm2Ta3t59p74gB46tZJjd2Wm4H3eqSrqKvw8E2eoxPWuQ-xI506nMaqyL4w5gDU8/w72-h72-p-k-no-nu/2.jpg) 
 
 
 
 

 
 
No comments:
Post a Comment