মৃত্যুর পথিক
মুহাম্মদ সেলিম রেজা
শূণ্য হাতে এসেছি ভবে
জানি ফিরে যাবো..তবে
মাঝ পথে ভবের খেলা
হাশর দিনে জমবে মেলা
স্বপ্নে দেখা হাজারো স্বপ্ন
মরিচিকা যাহা এক মুহূর্ত
কেউবা করে ক্ষমতার দম্ভ
কেউবা নিভৃতে হয় বিমূর্ত
কর্মই আমার হবে সাথি
জুড়াবে যখন দুটি আখি
পথের মাঝে কান্না-হাসি
সুখ দুঃখের ভেলায় ভাসি
মৃত্যুর দুয়ারে যে দাঁড়িয়ে
থাকে হাত দুটো বাড়িয়ে
কিসে দেখাবে তাকে ভয়
হবে হবেই তার বিজয়।
Followers
Sunday, 21 March 2021
মৃত্যুর পথিক-মুহাম্মদ সেলিম রেজা
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment