আসক্তি নিয়ন্ত্রণ
মুহাম্মদ সেলিম রেজা
কাছ থেকে যা দেখছি কাছে
দূর থেকে তা বহু দূর
বিধি নিষেধ মানছি নাতো
তুড়ি দিয়ে করছি ধুর!
বাদ্য হারাম শুনতে আরাম
কান পেতে তার শুনছি সুর
কান মনোজে পছন ধরে
ডাক্তারি তার অন্তর ছুর!
চলছে যখন সর্বতক্ষণ
ইন্দ্রিয়গুলোর নেই বিশ্রাম
মনরে বলি পাগল মনে
জপরে সমেত আল্লাহ নাম।
বি:দ্র: বর্তমান সময়ে যারা সর্বক্ষণ সোশ্যাল মিডিয়ায় সময় কাটাই তাদের উদ্দেশ্য করে কবিতাটি
রচনা করা হয়েছে।
কবিতা বিন্যাস:
কাছ থেকে যা দেখছি কাছে
দূর থেকে তা বহু দূর
এর মানে বোঝানো হয়েছে-
আমরা যখন মোবাইলের স্কীনে কিছু দেখি তা আসলে কাছের কিছু জিনিষ নয় সেগুলো দূরের কিছু বিষয়। কিন্তু যখন তা ভাবি তা আসলেই দূরের। আর..
বিধি নিষেধ মানছি নাতো
তুড়ি দিয়ে করছি ধুর!
যখন সেটা অতিরিক্ত হয়ে যায় তখন বিধি নিষেধ এর কথা আসে। আর তা সত্যিই আমরা তুড়ি দিয়ে উড়িয়ে দিচ্ছি। কতটুকু সময় কাটানো উচিৎ, কতটুকু সোশ্যাল মিডিয়া ব্যবহার করা উচিৎ তা একবারও ভেবে দেখছি না।
বাদ্য হারাম শুনতে আরাম
কান পেতে তার শুনছি সুর
আসলে আমরা জানি বাধ্য হারা কিন্তু তবুও আমরা তা কানপেতে শুনি। কান আল্লাহ সৃষ্টি এই কান আমরা ব্যবহার করছি হারাম কিছু শোনার কাজে। যা আমাদের উচিৎ নয়। এজন্য
কান মনোজে পছন ধরে
ডাক্তারি তার অন্তর ছুর!
দেখবেন কানে নানান সমস্যা হতে পারে। আর বড় কথা হলো কানের মাধ্যমে যা শুনছি তা হৃদয়ে, মস্তিকে আমাদের তার প্রভাব পড়ে। ফলে নানাবিধ অন্যায় কাজ করি। যার ফলে ডাক্তারকে তার অন্তর ছুরতে বলা হচ্ছে। কেননা কানের কিছু সমস্যা হলে তার হয়তো প্রতিকার করা যাবে কিন্তু কাছের মাধ্যমে তার যে অন্তর বিনষ্ট হয়ে যাচ্ছে তার কি হবে? সেটা অবশ্য ঠিক করা যাবে না। অবশ্য এখানে ডাক্তার বলতে স্রষ্টাকে বোঝানো হয়েছে। কেননা দুনিয়ার কোন ডাক্তার অন্তরের চিকিৎসা করতে পারে না। অন্তরকে চুরতে পারে না।
চলছে যখন সর্বতক্ষণ
ইন্দ্রিয়গুলোর নেই বিশ্রাম
এখানে ইন্দ্রিয়গুলোর বিশ্রাম নেই বলতে মোবাইলের স্ক্রীনে যখন সর্বক্ষণ পর্যবেক্ষণ করা হয় তখন ইন্দ্রিয়গুলো সচল থাকে এবং তাতে শরীর ও মস্তিস্কের ক্ষতি হয়। এতে স্রষ্টাকে ভুলে যাই। ফলে বলতে হবে-
মনরে বলি পাগল মনে
জপরে সমেত আল্লাহ নাম।
তথা আল্লাহর স্মরণ মনকে পাগলের মত জপতে হবে যাতে পৃথিবীর পাপাচার থেকে নিজেকে মুক্ত রাখা যায়। সর্বদা শয়তানের আসক্তিতে মশগুল থাকলে আল্লাহর ইবাদত করবে কখন?
 
 
 
 
 
 
 
 
![গুরুত্বপূর্ণ লিংক সমূহ:- [Software]](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgd7Uhk0-zI7vLfnGe-FcxKizqCZhwcVa3RIvE-sqtRVJO9LHwDe8nREY9vUfEcbzGu6-FiohrFp0tdm2Ta3t59p74gB46tZJjd2Wm4H3eqSrqKvw8E2eoxPWuQ-xI506nMaqyL4w5gDU8/w72-h72-p-k-no-nu/2.jpg) 
 
 
 
 

 
 
No comments:
Post a Comment