ভ্যাট ও ট্যাক্স বিষয়ে তথ্য ও পরামর্শ
ভ্যাট ও ট্যাক্স বিষয়ে তথ্য ও পরামর্শযারা ব্যবসা করেন তাদের টিন সার্টিফিকেট নিতে হয়। বর্তমানে নানান কাজে টিন সার্টিফিকেট একটি গুরুত্বপূর্ণ ও অপরিহার্য বিষয় হয়ে দাঁড়িয়েছে। আজ আমরা সেই টিন সার্টিফিকেট ও ভ্যাট বিষয়ে কিছু তথ্য জানবো।
একজন আমদানীকারকে সাধারনত ০৬ (ছয়) ধরনের শুল্ক পরিশোধ করে পণ্য আমদানী করতে হয় । এর মধ্যে ০৩ ধরনের শুল্ক সমন্বয়/রেয়াত নেয়া য়ায।###
1. Customs Duty (CD)----------সমন্বয়/ রেয়াতযোগ্য নয়
2. Regulatory Duty (RD)--------সমন্বয়/ রেয়াতযোগ্য নয়
3. Supplementary Duty (SD)---সমন্বয়/ রেয়াতযোগ্য নয়
4. Value Added Tax (VAT)------------- রেয়াতযোগ্য (যদি বিক্রয়ে 15% Practice করেন )
5. Advance Tax (AT)------------------- সমন্বয়যোগ্য ( 4 (চার) করমেয়াদ পর্যন্ত )
6. Advance Income Tax (AIT)----------রেয়াতযোগ্য ( ট্যাক্স রির্টান এর সাথে)
### আমদানিকারক_প্রধানত_নিম্নবর্ণীত সকল_মূসক_খাতা_সমুহ_সংরক্ষণ_করতে_হবেঃ- আর মূসক_খাতা_সমুহ_সংরক্ষণ না করলে জরিমানার বিধান আছে অতএব ভ্যাট সম্পর্কে জানা প্রত্যেক ব্যবসায়িকের নৈতিক দায়িত্ব।
১.চালান মূসক -৬.৩
২. ক্রয়-বিক্রয়- ৬.২.১
৩. সহগ ঘোষণা- ৪.৩
৪. ভ্যাট রিটার্ন- ৯.১
৫. দুই লক্ষের অধিক ক্রয়-বিক্রয় তথ্য- ৬.১০
ভ্যাট ও ট্যাক্স বিষয়ে একজন অভিজ্ঞতা সম্পন্ন পরামর্শকের সাথে আপনাদের পরিচয় করিয়ে দিই। তিনি অনেকগুলো সেবা প্রদান করে থাকেন। নিম্নে তা তুলে ধরা হলো:
ভ্যাট বিষয়ে সেবা সমূহঃ
01.ব্যবসা প্রতিষ্ঠানের বিআইএন (BIN) নাম্বার খুলে দেওয়া,
02. বিআইএন (BIN) নাম্বার বাতিল করতে সাহায্য করা ,
03. অনলাইনে ভ্যাট রির্টান তৈরী ও জমা দেওয়া,
04. মূসক ছাড়পত্র প্রাপ্তিতে সাহায্য করা,
05.মূসক-4.3 (উপকরন-উৎপাদ সহগ); 6.1( ক্রয় বই) ; 6.2 ( বিক্রয় বই) ; 6.2.1( ব্যবসায়িদের জন্য ক্রয়-বিক্রয় বহি) ; 6.3 ( ভ্যাট চালান) ; 6.4 ( চুক্তি ভিত্তিক উৎপাদনের ভ্যাট চালান) ; 6.6 ( উৎসে কর্তনের চালান) ; 6.7 (ক্রেডিট নোট) ; 6.8 (ডেবিট নোট) তৈরী ও হিসাব রাখা।
06. 6.9 ( টার্নওভার চালান) সঠিকভাবে পূ্রণ করা ও 9.2 (টার্নওভার রির্টান) অনলাইনে তৈরী ও জমা দেওয়া।
07. অনলাইন ভ্যাট রির্টানে কোন ভুল হলে সংশোধনের ব্যবস্থা করা ,
08. কাষ্টমস / ভ্যাট অফিস কোন দাবিনামা বা চিঠি দিলে তার ব্যাখ্যা তৈরীতে সাহায্য করা ।
09. ভ্যাট পরিকল্পনা তৈরীতে সাহায্য করা,
10. সর্বোচ্চ রেয়াত গ্রহনে সকল প্রকার সাহায্য সহযোগিতা করা ,
11. অনলাইন ভ্যাট রির্টানে AT সমন্বয় করা ।
12. আর্থিক বিবরণী তৈরী ও ব্যাখ্যা প্রদান।
যোগাযোগ করতে পারেন:
আহনাফ আকরাম
এম.কম(একাউন্টিং), সি.এ( সিসি), আই.টি.পি
ভ্যাট ও ট্যাক্স পরামর্শক-রাজশাহী
মেম্বার” রাজশাহী ট্যাক্স বার
মোবাঃ 01720-433162
এছাড়াও অনলাইনে টিন সার্টিফিকেট রেজিষ্ট্রেশন করতে চাইলে
যোগাযোগ করুন_
গ্রাফিক্স গ্যালারী
০১৫৫৮-১৭৮৭০২
ইমো, মেসেঞ্জার বা ইমেইলের মাধ্যমে সার্টিফিকেট পাঠিয়ে দেওয়া হয়।
No comments:
Post a Comment