কি লিখবো কবিতায়?
মুহাম্মদ সেলিম রেজা
কবিতা মানে কি প্রেমালাপ
রমনীর গুণ কির্তন?
কবিতা মানে কি পাড়া-গাঁ
খোলা মাঠের পত্তন?
লিখতে হবে কি সবুজ মাঠ
আর মেঠো পথের বর্ণন?
গায়তে হবে কি প্রেমালীলার
প্রেয়সীর সুপ্রিয় মর্দন?
ওরে না না.. না
কবিতা ছিল কবি নজরুলে বিদ্রোহী শতধ্বনি!
কবিতাই ছিল কবি মাহমুদের প্রিয় নবীজির বাণী!
কবিতা ছিল শোষিত মানুষের মুক্তির বিজয় গান
কবিতা ছিল সত্যের পথে ফিরে আসার আহ্ববান
আজ কোথাই সে কবিতা?
কবিতায় লেখনী কি?
শব্দ চয়ন হয়ে গেছে আজ
পদ প্রভুর গোলামী!
ওরে শব্দ ভঙ্গ করতে হবে আজ
পদ প্রভুর তরে
লিখতে হবে সত্য সুন্দর যদিও
কারো মন মরে!
No comments:
Post a Comment