রাতের দিনলিপি
আশরাফ চঞ্চল
আমরা কেবল দিনের হিসেব রাখি
সব হিসেবে দিনই মুখ্য
যেমন, চব্বিশ ঘন্টায় একদিন
সাত দিনে সপ্তাহ
ত্রিশ দিনে মাস
তিনশত পঁয়ষট্টি দিনে বছর ।
আমরা কেউ-ই রাতের হিসেব রাখি না
বারো ঘন্টায় একরাত
বারো ঘন্টায় একদিন
রাত আর দিন সমানে সমান!
কোথায় চব্বিশ? তবে কি দুইদিনে একদিন?!
দিন বাদ দিলেও রাত ঠিকই থাকে
রাত বাদ দিলে দিন থাকে না!
পুরুষতান্ত্রিক সমাজে নারী বলতে কেউ-ই নেই
পুরুষই সব
পুরুষই ঈশ্বর!
নারী বলতে কিছুই না
নারী মানেই শূণ্য!!
রাতও তেমন একটা উপমা
নারীর মতোই মূল্যহীন!!!
আশরাফ চঞ্চল
সম্পাদক-সূর্যকুঁড়ি
ময়মনসিংহ
 
 
 
 
 
 
 
 
![গুরুত্বপূর্ণ লিংক সমূহ:- [Software]](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgd7Uhk0-zI7vLfnGe-FcxKizqCZhwcVa3RIvE-sqtRVJO9LHwDe8nREY9vUfEcbzGu6-FiohrFp0tdm2Ta3t59p74gB46tZJjd2Wm4H3eqSrqKvw8E2eoxPWuQ-xI506nMaqyL4w5gDU8/w72-h72-p-k-no-nu/2.jpg) 
 
 
 
 

 
 
No comments:
Post a Comment