উপলব্ধি!
 বড়শীতে আটকানোর আগে যদি উনাকে বুঝানো হতো উপরে মানুষ আছে।মানুষের কাছে দা,বটি,ছাই, হলুদ,মরিচ,লবন,কড়াই, গরম তেল,আগুন আছে, যাতে উনাকে ফ্রাই করা হবে
বড়শীতে আটকানোর আগে যদি উনাকে বুঝানো হতো উপরে মানুষ আছে।মানুষের কাছে দা,বটি,ছাই, হলুদ,মরিচ,লবন,কড়াই, গরম তেল,আগুন আছে, যাতে উনাকে ফ্রাই করা হবে উনি কখনো বিশ্বাস করতো না--- করলে এই বড়শির ধারের কাছে আসতো না।
 তেমনি আমাদেরকেও বার বার সর্তক করা হচ্ছে, মৃত্যুর পর কবরের আজাব,হাশরের মাঠ পুলসিরাত,জান্নাত -জাহান্নাম আছে আমরা বিশ্বাস করি না, যদি করতাম-তাহলে আমাদের চরিত্র কখনও এতটা কুৎসিত হতো না। আমরা হতাম পবিত্র মানুষ। আমরা ঘুষ,সুদ,হারাম আয় থেকে দূরে থাকতাম। অবৈধ প্রেম,ভালোবাসা,
তেমনি আমাদেরকেও বার বার সর্তক করা হচ্ছে, মৃত্যুর পর কবরের আজাব,হাশরের মাঠ পুলসিরাত,জান্নাত -জাহান্নাম আছে আমরা বিশ্বাস করি না, যদি করতাম-তাহলে আমাদের চরিত্র কখনও এতটা কুৎসিত হতো না। আমরা হতাম পবিত্র মানুষ। আমরা ঘুষ,সুদ,হারাম আয় থেকে দূরে থাকতাম। অবৈধ প্রেম,ভালোবাসা,পরকীয়া,শারীরিক অবৈধ মেলামেশা,শিরখ ও বিদআত থেকে দুরে থাকতাম।  
 এই মাছটির মতো আমাদের একদিন ও সত্যের মুখোমুখি হতে হবে নিশ্চিত জেনে
এই মাছটির মতো আমাদের একদিন ও সত্যের মুখোমুখি হতে হবে নিশ্চিত জেনে রেখো,,,



আল্লাহ আমাদের সকলকে হেদায়েত দান করুন। আমিন। 
ফেসবুক কালেকশন
 
 
 
 
 
 
 
 
![গুরুত্বপূর্ণ লিংক সমূহ:- [Software]](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgd7Uhk0-zI7vLfnGe-FcxKizqCZhwcVa3RIvE-sqtRVJO9LHwDe8nREY9vUfEcbzGu6-FiohrFp0tdm2Ta3t59p74gB46tZJjd2Wm4H3eqSrqKvw8E2eoxPWuQ-xI506nMaqyL4w5gDU8/w72-h72-p-k-no-nu/2.jpg) 
 
 
 
 

 
 
No comments:
Post a Comment