Jagrotobibek24

তথ্য, বিনোদন, সমাজ, বিজ্ঞান ও সাহিত্য সমৃদ্ধ একটি সুন্দর ব্লগ

Sponsored by: VINNOMATRA

GoRiseMe.com

Followers

Monday, 7 June 2021

অধিক সাহিত্য সংগঠনের বিরূপ প্রভাব!

অধিক সাহিত্য সংগঠনের বিরূপ প্রভাব!

জামান মনির





অনেকে সাহিত্য সংগঠনের নামের আগে আন্তর্জাতিক, জাতীয়, বিশ্ব এমন শব্দগুলো ব্যবহার করছেন। একই নামের তিনটি সংগঠন! ধরুন "পাগলাকানাই" একটি সংগঠন। এখন একজন নাম দিলো "জাতীয় পাগলাকানাই সাহিত্য পরিষদ" (জাপাসাপ)। কিছুদিন পর তাঁদের মধ্যে দ্বন্দ্ব তৈরি হলো। ব্যাস! সেখান থেকে দু’চারজন বের হয়ে নাম দিলো "আন্তর্জাতিক পাগলাকানাই সাহিত পরিষদ" (আপাসাপ)। এখন এই দুই সাপের মধ্য থেকে আরও দু’চারজন বের হয়ে এসে গঠন করলো "বিশ্ব পাগলাকানাই সাহিত্য পরিষদ" (বিপাসাপ)। বাস্তবিক অর্থে এই তিন সাপের মধ্যে তিনটা কবিসাপ মানে কবি খুঁজে পাওয়া যাবে কিনা সন্দেহ।
উপহাস করে বলা হয় 'দেশে কাকের চেয়ে কবির সংখ্যা বেশি'। বর্তমানে কবির চেয়ে সাহিত্য সংগঠনের প্রতিষ্ঠাতা সমন্বয়কারী ও পরিচালকের সংখ্যাঃ কাক ও কবির যোগফলের অধিক।

কেনো কবি সাহিত্যকদের মধ্যে এতো দ্বন্দ্ব সংঘাত! একটু খোঁজ খবর নিলে জানা যাবে; যে সংগঠনের প্রতিষ্ঠাতা পুরুষ, সে নিয়োগ দেয় মহিলা এডমিন। আবার যে সংগঠনের প্রতিষ্ঠাতা মহিলা, সেখানেতো আবালরা হুমড়ি খেয়ে পড়ে! (সকলের জন্য এ তথ্য সমানভাবে প্রযোজ্য নয়)। ইদানিং ব্যক্তি নামেও কিছু সাহিত্য সংগঠন দেখা যাচ্ছে। অদূর ভবিষ্যতে হয়তো তাঁদের ছেলেমেয়ে নাতিনাতনিদের নামেও পাওয়া যাবে। তাছাড়া পশুপাখির নামেও কিছু সাহিত্য সংগঠন দেখা যাচ্ছে। অতঃপর যা হয়, তা এমন--

#আসুন_সংঘাতে_পরিহার_করি (সমস্যাগুলো দেখুন)
সাহিত্য সংগঠনগুলোতে দ্বন্দ্বের কারন-
প্রতিহিংসা,পরচর্চা,তৈলমর্দন,পরকীয়া;
ফেকআইডি,পদক,পদ-পদবি বাণিজ্য-
লাইক-কমেন্ট, সম্মাননা, সমালোচনা;
এতো নেতিবাচকের সাথে লড়ছে সদা-
সত্য-ন্যায়ের পক্ষে প্রতিবাদী উচ্চারণ।

#বিঃদ্রঃ- "পাগলাকানাই" নামটি প্রতিকীরূপে ব্যবহৃত হয়েছে। এবং সাহিত্যাঙ্গণে অনেক ভালো সংগঠন আছে, যাঁরা সত্যিকার অর্থে সাহিত্য কর্মকাণ্ড পরিচালনার জন্য প্রসংশার দাবিদার।

#পুনশ্চঃ- এই যে, জাতীয়, আন্তর্জাতিক, বিশ্ব শব্দগুলো যথেচ্ছা ব্যবহার করা হচ্ছে এর আইনগত অধিকার আছে কি? কিংবা এর এমন ইচ্ছেমতো ব্যবহার করা উচিত কিনা বিজ্ঞজনের কাছে আমার প্রশ্ন থাকলো।



লেখক: বিশষ্ট কবি, সাহিত্যিক, সংগঠক ও সমাজকর্মী

No comments:

Post a Comment

International