ঢাকার ভেতরেঃ
মোট বাসঃ ১২,৫২৬ টি,
গ্যাসে চলেঃ ১১,২০০ টি,
ডিজেলে চলেঃ ৬২৬ টি,
ঢাকা থেকে দূরপাল্লায়ঃ
মোট বাসঃ ১৬,০০০টি,
গ্যাসে চলেঃ ১১,২০০টি,
ডিজেলে চলেঃ ৪,৮০০টি,
মানে ঢাকার ভিতর প্রায় ৯৫ শতাংশ বাসই চলে গ্যাসে। দূরপাল্লার ৬০ শতাংশ চলে গ্যাসে।
তাহলে ডিজেলের দাম বাড়ায় সব বাসের ভাড়া বাড়ানোর দাবি কেন?
সংগ্রহ: Nasir Uddin Patoary ফেসবুক থেকে
********************************************************************************************
*ডিজেলের মূল্য ও যানবাহনের ভাড়া পুনঃনির্ধারণ সংক্রান্ত কিছু তথ্য:
১। ডিজেল এর মূল্য প্রতি লিটারে বেড়েছে ১৫ টাকা।
২। যদি প্রতি লিটার ডিজেলে একটি যানবাহন ৪ কিলোমিটার চলে, তাহলে যানবাহন চলাচলে প্রতি কিলোমিটারে খরচ বেড়েছে টাকা ৩.৭৫ (তিন টাকা পঁচাত্তর পয়সা)
৩। ৪০ জন যাত্রীর একটি বাসে একজন যাত্রীর ১০ কিলোমিটার চলাচল এর জন্য জনপ্রতি ভাড়া বাড়বে ০.৯৩ পয়সা (তিরানব্বই পয়সা)
৪। একটি পণ্যবাহী ট্রাকে ৫ টন অথাৎ ৫০০০কেজি। এক কেজি পণ্য পরিবহনে ১০ কিলোমিটার এর জন্য ভাড়া বাড়বে ০.০০৭৫ পয়সা। (mileages 4 KM per liter)
৫। একটি পণ্যবাহী ট্রাক ঢাকা থেকে চট্টগ্রাম চলাচলে ডিজেল খরচ বাড়বে ৯৩৭ টাকা, অথাৎ ৫০০০ কেজি পণ্য পরিবহনে খরচ বাড়বে ৯৩৭ টাকা, প্রতি কেজি পণ্য পরিবহনে বাড়বে ০.১৮৭৪ পয়সা (আঠারো পয়সা)
৬। একটি বাস ও ট্রাক দৈনিক ৫০০ কিলোমিটার চলাচল করলে ১৫ টাকা হিসাবে ১৮৭৫ টাকা এবং প্রতি কিলোমিটার এর জন্য খরচ বাড়বে ৩.৭৫ (তিন টাকা পঁচাত্তর পয়সা)
অথচ, যানবাহন মালিকগন যে ভাবে দাবি তুলেছে তা সম্পূর্ণ অযৌক্তিক। বর্তমানে পরিবহন মালিকগন যে পরিমান ভাড়া আদায় করছে, সেই হিসাব মিলালে আসল তথ্য উদঘাটন হবে।
উল্লেখিত তথ্যগুলো যাচাই বাছাই করে এবং ডিজেলের মূল্য বৃদ্ধির পর বর্তমান ডিজেলের দামের সাথে সঙ্গতি রেখে ভাড়া পুনঃনির্ধারণ করতে হবে। অযৌক্তিক দাবি মেনে নেওয়া উচিৎ হবে না।
সংগ্রহ: Narayanganj পেজ থেকে
*************************************
একজন কবি একটি কবিতাও লিখেছেন- নিম্নে-
তেলের দাম
এস. এম. ইব্রাহিম খলিল
তেলের দাম, জলের দাম
বাড়ছে শুধু বাড়ছে,
হাজার রকম খড়ক নিয়ে
সবার দুয়ার নাড়ছে।
এক লাফে পনের টাকা
লিটার প্রতি দাম,
বাসের ভাড়া,লঞ্চের ভাড়া
বাড়ায় বাবু রাম।
আজব দেশে আছি মোরা
মেনে নেয়ার দাস?
যাহা চাইবে তাহা করবে
সমন রাহুগ্রাস।
একটা বার ভেবে দেখো
এটা কেমন খড়গ,
পিষে খাওয়ার কেমন পন্থা
অজু হাতের মোড়ক।
নাকাল আজ দেশবাসী
ছাঁই চাপা কান্না,
ডুকরে ডুকরে কেঁদে মরে
চোখ জলের বন্যা।
এক লাফে বেড়ে চলে
তেল, গ্যাস,পানি,
তবু নাকি শায়েস্তা খা
যুগ জামানার বাণী।
আমি শুধু মুচকি হাসি
ব্যথার আকাশ চেপে,
কি হবে ভাই হীরক দেশে
শুধু শুধু ক্ষেপে!
রাহু গ্রাস,রাঘব বোয়াল
আসল কর্ম রাজা,
সুযোগ বুঝে লুফে খায়
ভাঙে জাতির মাজা।
ধুঁকে ধুঁকে থাকবি কত
হীরক রাজার দেশে,
প্রতিবাদে ঝাপিয়ে পড়ো
জীবন বিলাও হেসে।
তেলের দাম বাড়েনি ভাই
জীবন দমে টান,
খেয়াল খুশির আইন জারি
জীবন খান খান।
মধ্যবিত্ত,নিম্নবিত্ত
ছাত্র যুবক বেকার,
হিসেব মিলায় দিবানিশি
জুলুম কত প্রকার?
পিষে পিষে নাকাল হবো
হবো ক্ষুদিরাম,
যুগে যুগে লড়ে যাবো
অধিকার, সংগ্রাম।
বাস ভাড়া বৃদ্ধি নিয়ে এমন হাজারও মানুষ ফেসবুকে লেখালেখি করেছেন। মানুষের ক্ষোভ, দুর্ভোগ বোঝার মানুষ নাই!
No comments:
Post a Comment