Jagrotobibek24

তথ্য, বিনোদন, সমাজ, বিজ্ঞান ও সাহিত্য সমৃদ্ধ একটি সুন্দর ব্লগ

Sponsored by: VINNOMATRA

GoRiseMe.com

Followers

Tuesday 31 October 2017

এশিয়ান ইউনিভার্সিটির সমাবর্তন উপলক্ষে ‌‍"সমাবর্তন রচনা প্রতিযোগিতা"

এশিয়ান ইউনিভার্সিটির সমাবর্তন উপলক্ষে 
 ‌‍"সমাবর্তন রচনা প্রতিযোগিতা"




JB: আগামী ১০ ডিসেম্বর, ২০১৭,এশিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশ-এর ৬ষ্ঠ সমাবর্তন অনুষ্ঠিত হতে যাচ্ছে। সমাবর্তন উপলক্ষে এইউবি আয়োজন করেছে “সমাবর্তন রচনা প্রতিযোগিতা”। উক্ত প্রতিযোগিতা ২টি গ্রুপে অনুষ্ঠিত হবে। গ্রুপ-এ(A): স্নাতক স্নাতকোত্তর অধ্যয়নরত ছাত্র-ছাত্রীদের জন্য নির্ধারিত বিষয়:
ÒHigher Education as a Tool of Poverty Alleviation and Development of BangladeshÓ, (৩০০০ শব্দের মধ্যে)। গ্রুপ-বি (B): এসএসসি ও এইচএসসি/সমমান অধ্যয়নরত ছাত্র-ছাত্রীদের জন্য নির্ধারিত বিষয়: “দক্ষ মানব সম্পদ তৈরিতে শিক্ষার ভূমিকা”, (২০০০ শব্দের মধ্যে)। প্রত্যেক গ্রুপে বিজয়ী ৩জনকে আকর্ষনীয় পুরস্কার দেওয়া হবে।
অংশগ্রহণকারীদের জন্য যা করণীয় ঃ (১) রচনা
A4 সাইজের কাগজে প্রিন্ট করে ২কপি জমা দিতে হবে। (২) ১ কপি পাসপোর্ট সাইজের ছবি (ছবির পিছনে নিজের নাম লিখে প্রতিষ্ঠান প্রধান/বিভাগীয় প্রধানের নিকট থেকে সত্যায়িত করে জমা দিতে হবে) । (৩) A গ্রুপের রচনা ইংরেজিতে ও  B গ্রুপের রচনা বাংলায় লিখতে হবে। (৪) রচনা পাঠানোর ঠিকানা: চেয়ারম্যান, ইংরেজি বিভাগ, এশিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশ, বাড়ি-২৫, রোড-৫, সেক্টর-৭, উত্তরা, ঢাকা-১২৩০। (৫) রচনার সফ্ট কপি headengaub@yahoo.com ই-মেইলে পাঠাতে হবে। (৬) রচনা পাঠানোর সর্বশেষ তারিখ : ২০ নভেম্বর, ২০১৭। (৭) আলাদা কাগজে রচনায় অংশগ্রহণকারীর নাম, শিক্ষা প্রতিষ্ঠান, শ্রেণি, রোল নম্বর, মোবাইল নম্বর, ই-মেইল ও বর্তমান ঠিকানা লিখতে হবে। যাবতীয় তথ্যের জন্য- www.aub.edu.bd বা ০১৬৭৮৬৬৪৪২৩ এ যোগাযোগ করার জন্য পরামর্শ দেওয়া হয়েছে।


Md.Ataur Rahman
Assistant Director
Department of Public Relations office
AUB

No comments:

Post a Comment

International