আমার চক্ষু যুগল
মুহাম্মদ মাসুম বিল্লাহ
মুহাম্মদ মাসুম বিল্লাহ
যে চোখের প্রশংসা শুনতে হয়েছে লাজুক মুখে
আজ তা ধ্বংসের মুখোমুখি
পীচঢালা রাস্তায় পোড়া মবিলের কালোধোঁয়া
দুষিত বাতাসের প্রতিটি কণায় বিষাক্ত ভাইরাস
নর্দমার পরিত্যক্ত উড়ন্ত ধূলোবালু
আমার চোখের সর্বনাশ ডেকে এনেছে।
সেইসাথে সমাজের কুলাঙ্গার মানুষের
ডিজিটাল চোখের ঝাপসা চাহনীতে স্তরে স্তরে জমেছে ময়লা আবর্জনার স্তূপ।
আমার চোখের কর্ণিয়া থেকে খসে পড়েছে
জমে থাকা সব অমরকীর্তি!
সেই সবুজের প্রান্তর নেই
নীলাকাশের নীলাম্বরীও নেই
তাই ধূসর আর কালচে দেখি প্রতিটি অণু
মানুষ তার খোলস পালটিয়ে হচ্ছে বিত্তবান
হালাল কিংবা হারামের মাঝে রাখে না ফারাক
নকলের চাকচিক্যে অতল গহবরে
আসলের সোনালী ইতিহাস।
ফরমালিনযুক্ত খাদ্য আর হাইব্রিড শাক- সবজি খেয়ে
সাধারণ মানুষ বসবাস করতে চায় গোয়াল ঘরে
খেতে চায় গরু-মহিষের সাথে একত্রে ঘাস।
যে চোখ মসজিদের গম্বুজ দেখেছে
যে চোখ সবুজের পত্র পল্লব দেখেছে
যে চোখ মুক্তঝরা মায়ের হাসি দেখেছে
যে চোখ প্রিয়ার মোহিত সৌন্দর্য দেখেছে
সে চোখ পাপাচারে লিপ্ত এই সমাজের রন্দ্রগুলো
দেখে দেখে স্তব্ধ!
হয়তো একফোটা অশ্রু বিসর্জন দিয়ে
বিদায় নিবে, চিরবিদায়!
লেখক: কবি ও কথাসাহিত্যিক
No comments:
Post a Comment