তোমার মত ‘তুমি’
মুহাম্মদ মাসুম বিল্লাহ
তোমার মত ‘তুমি’ থাকলে হতে হয় না পরাজয়
তোমার মত ‘তুমি’ থাকলে হবেই হবে জয় নিশ্চয়।
তোমার মত ‘তুমি’ থাকলে হতে হয় না বলি দান
তোমার মত ‘তুমি’ থাকলে নিতে হয় না প্রতিদান।
তোমার মত ‘তুমি’ থাকলে মিথ্যা বলার নেই প্রয়োজন
তোমার মত ‘তুমি’ থাকলে মাতিয়ে দেবে সব আয়োজন।
তোমার মত ‘তুমি’ থাকলে নির্বাসনে যেতে হয় না
তোমার মত ‘তুমি’ থাকলে কথা বলে সাধের ময়না।
তোমার মত ‘তুমি’ থাকলে থাকে হৃদয়ে সুখের খোঁজ
তোমার মত ‘তুমি’ থাকলে বৃষ্টি নামে এমনিতে রোজ।
তোমার মত ‘তুমি’ থাকলে হাস্নাহেনারা সুবাস বিলায়
তোমার মত ‘তুমি’ থাকলে শিল্পীরা ঠোঁটে ঠোঁট মিলায়।
তোমার মত ‘তুমি’ থাকলে চোখের দৃষ্টি স্বপ্নে হাসে
তোমার মত ‘তুমি’ থাকলে স্বপ্ন ছড়ায় অভিলাসে।
তোমার মত ‘তুমি’ থাকলে চোখ ভেজে না চোখের জলে
তোমার মত ‘তুমি’ থাকলে ‘ওরা সুখী দম্পত্তি’ সবাই বলে।
লেখক: কবি ও কথাসাহিত্যিক
No comments:
Post a Comment