মাটির দেয়াল
মুহাম্মদ মাসুম বিল্লাহ
আবার যুদ্ধ হবে প্রত্যেকের ঘরে 
স্লোগান স্লোগানে কেঁপে উঠছে
কংক্রীটের শক্ত দেয়াল
খসে পড়ছে থাই গ্লাসের আস্তর
চারিদিকে শোরগোল করছে মাতাল কমান্ডার।
দেশপ্রেম নেই; চরিত্রের কালিমা লেপনে
তাই ব্যবহার; ভিজে যাওয়া টিস্যু পেপার।
কবর, শ্মশানে ব্যস্ত শ্রমিকের দল
লাশের কফিন আসছে সকাল বিকাল।
কালো চশমার আড়ালে হাসে দানবের দল 
ঝলসে গেছে পবিত্র মাটি আর সার্বভৌম দেশ
অর্থ বিত্ত, বৈভব সেই সাথে আব্রুও সম্মান 
অবশিষ্ঠটুকুও শেষ
চারিদিকে হা হুতাশ।
ব্যস্ত সাইরেনে প্রকাশিত নগর
ভেঙ্গে পড়বে তৈজষপত্র
এবং মাটির দেয়াল।
লেখক: কবি ও কথাসাহিত্যিক
 
 
 
 
 
 
 
 
![গুরুত্বপূর্ণ লিংক সমূহ:- [Software]](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgd7Uhk0-zI7vLfnGe-FcxKizqCZhwcVa3RIvE-sqtRVJO9LHwDe8nREY9vUfEcbzGu6-FiohrFp0tdm2Ta3t59p74gB46tZJjd2Wm4H3eqSrqKvw8E2eoxPWuQ-xI506nMaqyL4w5gDU8/w72-h72-p-k-no-nu/2.jpg) 
 
 
 
 

 
 
No comments:
Post a Comment