মুখোমুখি
মুহাম্মদ মাসুম বিল্লাহ
অবশেষে ছাইদানিতে জমা রাখলাম
কিছু নীল কষ্ট
পাথরের আঘাতে অবহেলায় পরে আছে
সাগরের ঢেউ কিংবা জলপ্রপাত খুঁজি তোমার বুকে
পুরনো ফসলের বুকে মাথা রেখে
যদিও এখানে অভিমান চলে না
বাস্তবতার মুখোমুখি তাই প্রতিদিন
অপেক্ষার নোঙ্গর ফেলি কষ্টের কফিনে
নেশার পায়রা উড়ে নগরের আধুনিক চড়ে
দোকানী ঠকায় আমায় পুরনো ঘি দিয়ে
ওর স্যালাইন কিনতে বাধ্য হয়ে
বারবার যাওয়া আসা ওয়াশরুমে।
নীল কষ্টেরা ভীড় করে দিনের শুরু ও শেষে
নিঃশ্বাসে তৃপ্তি বাড়ায়
এখানে অভিমান চলে না
এখানে নিজের কথা কেউ বলে না
এখানে দহন শোষনে কেউ টলে না।
মাটির পৃথিবী তাই শেষ ঠিকানা।
লেখক: কবি ও কথাসাহিত্যিক
No comments:
Post a Comment