সবাই আশ্রয় খোঁজে
মুহাম্মদ মাসুম বিল্লাহ
আকাশকে ডেকে বললাম এসো তোমার সাথে
সহযাত্রী হয়ে সমুদ্রের তীর ঘেষে তেপান্তরের দিকে যাই
আমাকে সে জানায় বড্ড একাকীত্ব জীবন তার।
পাহাড়কে মাথা উচু দেখে আর থরে থরে সাজানো
উচ্চাকাক্সক্ষা স্বপ্নের বাহুডোরে তার দিকে হাত বাড়াই
আমাকে জানায় পৃথিবীর ভারসাম্য রক্ষায় নিয়োজিত আছে সে।
রাতের আকাশে অগণিত তারকারাজির সাথে মিতালী করার
অভিপ্রায় ছিলো আমার
উষ্ণ চাঁদরে আলোকদ্যুতি ছড়িয়ে দীপ্তিময় আছে সে
আমাকে মাতাল না হওয়ার ইশারায় ‘খামোশ’ বলে থামিয়ে দেয়।
গাঢ় নিকষকালোর ভাঁজে ভাঁজে তোমার অস্তিস্ত খুঁজেও
সবকিছু হারাবার ভয়ে স্বপ্নলোকে লুকোচুরি আর
অনির্বাচনীয় অনুভূতি নিয়ে বুঝলাম
বিষণ্নতা আর দীর্ঘশ্বাসের মাঝে খুঁজলাম সজীব শান্তির পায়রা
একি! সবাই আশ্রয় খোঁজে যার যার আঙিনায় আপন ভাবনায়।
লেখক: কবি ও কথাসাহিত্যিক
No comments:
Post a Comment