রোহিঙ্গা শরনার্থীদের মাঝে নর্দান ইউনিভার্সিটি’র ত্রান বিতরণ:
JB: নর্দান ইউনিভার্সিটি বাংলাদেশ সম্প্রতি কক্সবাজারে রোহিঙ্গা শরনার্থীদের মাঝে ত্রান সামগ্রী বিতরণ করে। নর্দান ইউনিভার্সিটি বাংলাদেশ ও নর্দান ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজ এর শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী, শিক্ষার্থীদের সমন্বিত সহযোগিতা ও নর্দান ইউনিভার্সিটি বাংলাদেশ ট্রাস্ট এর চেয়ারম্যান প্রফেসর ড. আবু ইউসুফ মোঃ আব্দুল্লাহর অংশগ্রহণে প্রচুর পরিমানে ওষুধ, খাদ্য সামগ্রী ও নিত্যপণ্য উপকরণ ক্রয় করে অসহায় রোহিঙ্গাদের মাঝে বিতরণ করা হয়।
কক্সবাজারের উখিয়া ডিগ্রী কলেজ মাঠে সেনাবাহিনী পরিচালিত মেডিকেল ক্যাম্পে ওষুধ ও অন্যান্য মেডিকেল পণ্য দায়িত্বপ্রাপ্তদের নিকট হস্তান্তর করেন নর্দান ইউনিভার্সিটি বাংলাদেশ ট্রাস্টের চেয়ারম্যান প্রফেসর ড. আবু ইউসুফ মোঃ আব্দুল্লাহ। এ সময় তাঁর সাথে নর্দান ইউনিভার্সিটির কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। মানবতার সেবায় সব সময় অগ্রসর থাকতে প্রত্যয়ী নর্দান ইউনিভার্সিটি বাংলাদেশ।
এম এ হাশিম রনি
সিনিয়র এসিস্টেন্ট ডিরেক্টর
পাবলিক রিলেশন্স ডিপার্টমেন্ট
নর্দান ইউনিভার্সিটি বাংলাদেশ
 
সিনিয়র এসিস্টেন্ট ডিরেক্টর
পাবলিক রিলেশন্স ডিপার্টমেন্ট
নর্দান ইউনিভার্সিটি বাংলাদেশ
 
 
 
 
 
 
 
 
![গুরুত্বপূর্ণ লিংক সমূহ:- [Software]](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgd7Uhk0-zI7vLfnGe-FcxKizqCZhwcVa3RIvE-sqtRVJO9LHwDe8nREY9vUfEcbzGu6-FiohrFp0tdm2Ta3t59p74gB46tZJjd2Wm4H3eqSrqKvw8E2eoxPWuQ-xI506nMaqyL4w5gDU8/w72-h72-p-k-no-nu/2.jpg) 
 
 
 
 

 
 
No comments:
Post a Comment