পোড়ামূখী
মুহাম্মদ মাসুম বিল্লাহ
হৃদয় মন্দিরে ভালবাসার আকুতির দিন শেষ
হতাশার বালুচরে ডুবো জাহাজের উঁকি
দুঃশাসনের গণবিজ্ঞপ্তি আদালতে সাঁটা 
যা শালা, দূর হ! তুই পোড়ামূখী।
ভেঙ্গেছিস তুই সবুজ পাটাতন
জ্বালাতন সেতো সীমা রেখা ছাড়া
ইতিহাস তোকে করবে না ক্ষমা
কিছুদিন পরে তুই ই হবি বাঁধন হারা।
জেলে রেখেছিস রোলারের অঙ্গার লেলিহান শিখা
দেখিস! জলপ্রপাত হয়ে আসবে ফিরে
যদিও অবশিষ্ট থাকবে না ততদিনে
যখন ফিরবে সে আপন নীড়ে।
দুঃখ লাগে ওরে পোড়ামূখী তুই এখনো আছিস
নীলপদ্ম হয়েও কেন গোখড়া হয়ে বাঁচিস?
লেখক: কবি ও কথাসাহিত্যিক
 
 
 
 
 
 
 
 
![গুরুত্বপূর্ণ লিংক সমূহ:- [Software]](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgd7Uhk0-zI7vLfnGe-FcxKizqCZhwcVa3RIvE-sqtRVJO9LHwDe8nREY9vUfEcbzGu6-FiohrFp0tdm2Ta3t59p74gB46tZJjd2Wm4H3eqSrqKvw8E2eoxPWuQ-xI506nMaqyL4w5gDU8/w72-h72-p-k-no-nu/2.jpg) 
 
 
 
 

 
 
No comments:
Post a Comment