বৃষ্টি
বিলাসে ডুবলো যখন মন
 তাহমিনা শিল্পী
এলোমেলো ভাবনা, অগোছালো কথা
অবচেতনে স্মৃতির ডুব-সাঁতার খেলা
মন কেমন কেমন করা!
হঠাৎ খিলখিলিয়ে হেসে ওঠা,
এখানে সেখানে ওখানে নিজেকে খুঁজে পাওয়া।
অন্তরে মুগ্ধতা গেঁথে আনমনে হারিয়ে যাওয়া
এসবই হয় কেবল এলে বৃষ্টিবেলা।
অবচেতনে স্মৃতির ডুব-সাঁতার খেলা
মন কেমন কেমন করা!
হঠাৎ খিলখিলিয়ে হেসে ওঠা,
এখানে সেখানে ওখানে নিজেকে খুঁজে পাওয়া।
অন্তরে মুগ্ধতা গেঁথে আনমনে হারিয়ে যাওয়া
এসবই হয় কেবল এলে বৃষ্টিবেলা।
মেঘের ডাকে খেলে যায় বুকের মাঝে অপার্থিব ভালোলাগা!
টিউশন শেষে নিয়নের তলে হেঁটে যাওয়া যুবকের
ছিড়ে যাওয়া চপ্পলের ফিতায় -
কিংবা প্যান্টের পিছনে লেগে যাওয়া কাঁদায়ও জমে ওঠে স্বপ্ন।
করিডোর দিয়ে আসা বৃষ্টির ঝাপটায় মেলে
বুকের মাঝে কাঁপন জাগানো প্রেমিকের প্রথম দিনের ছোঁয়া।
স্বপ্ন-কবিতায় মাখামাখি ভোর কিংবা রাতে,
ব্যালকনির কার্নিশ ছুঁয়ে আসা বৃষ্টিমাখা তোমার স্বর্ণাভ গালে
জমে থাকে আমার ভবিষ্যত।
 
 

 
 
 
 
 
 
![গুরুত্বপূর্ণ লিংক সমূহ:- [Software]](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgd7Uhk0-zI7vLfnGe-FcxKizqCZhwcVa3RIvE-sqtRVJO9LHwDe8nREY9vUfEcbzGu6-FiohrFp0tdm2Ta3t59p74gB46tZJjd2Wm4H3eqSrqKvw8E2eoxPWuQ-xI506nMaqyL4w5gDU8/w72-h72-p-k-no-nu/2.jpg) 
 
 
 
 

 
 
No comments:
Post a Comment