Jagrotobibek24

তথ্য, বিনোদন, সমাজ, বিজ্ঞান ও সাহিত্য সমৃদ্ধ একটি সুন্দর ব্লগ

Sponsored by: VINNOMATRA

GoRiseMe.com

Followers

Saturday, 20 October 2018

বাংলাদেশের দিবসসমূহ

বাংলাদেশের (পালিত) দিবসসমূহ
মুহাম্মদ সেলিম রেজা


বাংলাদেশের দিবস


ছবির উপর ক্লিক করুন


বাংলাদেশে বিভিন্ন দিবস পালন করা হয়ে থাকে। এদের মধ্যে হয়তো কিছু সংখ্যক দিবস আমরা মহোৎসবের সাথে পালন করে থাকি। অধিকাংশ দিবসগুলো যথাযথ পালন করা হয় না কিংবা আমরা এতদ বিষয়ে অয়াকিবহাল নই। বাংলাদেশে ১২ মাসে অনেকগুলো দেশীয় ও আন্তর্জাতিক দিবস আছে যা সচেতন নাগরিক হিসেবে আমাদের পালন করা অত্যাবশ্যক। এতে যেমন দিবসগুলোর কার্যকারিতা, লক্ষ্য ও বৈশিষ্ট্য সম্পর্কে জানা যাবে তেমনিভাবে সকলে সচেতন হতে পারে এবং সকলের প্রতি সহমর্মিতা, ভালোবাসা এবং বিশেষ দিনটি সম্পর্কে অবহিত হওয়া যাবে। 
আজ আমরা দেখে নিই কোন দিনে কোন দিবস পালন করা হয়। দিবসগুলো বছরঘুরে প্রায় একই দিনে পালন করা হয়ে থাকে। 

[তবে বিশ্বব্যাপী বিভিন্ন দেশে বহুল প্রচলিত কিছু কিছু দিবস বাংলাদেশে পালিত হয় না সাম্প্রদায়িক কারণবশত। যেমন: ইহুদিদের বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠানাদি বাংলাদেশে পালিত হয়না কেননা বাংলাদেশে ইহুদি ধর্মাবলম্বীরা বাস করেন না। তাছাড়া সাংস্কৃতিক পার্থক্যের কারণে অন্যান্য অনেক দেশের বা জাতির স্বকীয় ঐতিহ্যমন্ডিত দিবসও বাংলাদেশে পালিত হয় না। সাম্প্রদায়িক অনুষ্ঠানাদির মধ্যে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ও মুসলমানদের বিভিন্ন ধর্মীয় দিবস মূল ধারার সংস্কৃতি হিসেবে পালিত হয়। কিন্তু সংখ্যালঘু গোষ্ঠীর দিবসসমূহ (যেমন: শিখ ধর্মের বিভিন্ন দিবস) মূল ধারায় পালিত হয় না।] 


বিস্তারিত জানতে
ছবির উপর ক্লিক করুন

No comments:

Post a Comment

International