শরৎ এলো ফিরে
জেসমিন জাহান
সোনা ঝরা সকাল আমায়
জানিয়ে দিয়ে গেলো,
শিউলি ফুলের রং লাগিয়ে
শরৎ আবার এলো।
ছোট্ট নদীর দুই কূলেতে
নবীন সাড়া জাগে,
কাশ বনের ঐ ফাঁকে ফাঁকে
ভোরের হাওয়া লাগে।
নায়ের মাঝি বৈঠা হাতে
উজান বেয়ে যায়,
আপন মনে গলা ছেড়ে
ভাটিয়ালী গায়।
সাদা মেঘের ভেলা ভাসে
নীল আকাশের কোণে,
উড়ে যেতে চায় বুঝি সে
গিরিরাজের টানে।
শিস বাজিয়ে দোয়েল শ্যামা
দোলে মনের সুখে,
নতুন ধানের আগমনী
ফেরে মুখে মুখে।
কার্তিকেরই রূপের ছটায়
উঠবে যে মাঠ ভরে,
অপরূপার রূপের খনি
আসবে ঘরে ঘরে।
মলন দিয়ে ধানের ছড়া
উঠবে ভরে গোলা,
ক্ষীর, পায়েস আর পিঠা-পুলির
বসবে কত মেলা।
স্নিগ্ধ হাওয়ায় বনে বনে
মিষ্টি সুবাস ভাসে।
চমকে উঠে শিশির কণা
দুর্বা সবুজ ঘাসে।
হেসে উঠে পাতায় পাতায়
প্রজাপতির দল,
জলকে চলে গাঁয়ের বধূ
পায়ে বাজে মল।
সূর্যি মামা উঠছে জেগে
পূব আকাশের গায়,
সবুজ শ্যামল-মায়ায় ঘেরা
আমার সোনার গাঁয়।
লেখক: কবি ও কথাসিাহিত্যিক
জেসমিন জাহান
সোনা ঝরা সকাল আমায়
জানিয়ে দিয়ে গেলো,
শিউলি ফুলের রং লাগিয়ে
শরৎ আবার এলো।
ছোট্ট নদীর দুই কূলেতে
নবীন সাড়া জাগে,
কাশ বনের ঐ ফাঁকে ফাঁকে
ভোরের হাওয়া লাগে।
নায়ের মাঝি বৈঠা হাতে
উজান বেয়ে যায়,
আপন মনে গলা ছেড়ে
ভাটিয়ালী গায়।
সাদা মেঘের ভেলা ভাসে
নীল আকাশের কোণে,
উড়ে যেতে চায় বুঝি সে
গিরিরাজের টানে।
শিস বাজিয়ে দোয়েল শ্যামা
দোলে মনের সুখে,
নতুন ধানের আগমনী
ফেরে মুখে মুখে।
কার্তিকেরই রূপের ছটায়
উঠবে যে মাঠ ভরে,
অপরূপার রূপের খনি
আসবে ঘরে ঘরে।
মলন দিয়ে ধানের ছড়া
উঠবে ভরে গোলা,
ক্ষীর, পায়েস আর পিঠা-পুলির
বসবে কত মেলা।
স্নিগ্ধ হাওয়ায় বনে বনে
মিষ্টি সুবাস ভাসে।
চমকে উঠে শিশির কণা
দুর্বা সবুজ ঘাসে।
হেসে উঠে পাতায় পাতায়
প্রজাপতির দল,
জলকে চলে গাঁয়ের বধূ
পায়ে বাজে মল।
সূর্যি মামা উঠছে জেগে
পূব আকাশের গায়,
সবুজ শ্যামল-মায়ায় ঘেরা
আমার সোনার গাঁয়।
লেখক: কবি ও কথাসিাহিত্যিক
No comments:
Post a Comment