মন যদি চায়
ওমর ফারুক নাজমুল
যখন আমার মন মানে না
কোথায় হারাই কেউ জানে না
স্বপ্ন মেলে পাখা
যায় কি ঘরে থাকা?
এইতো আমি ঘুরছি একা স্বপ্ন ডানায় ভেসে
মাঠ পেরিয়ে হাঁটছি আমি মায়া দ্বীপের দেশে
দ্বীপের দেশে নদীর সাথে বন্ধু হয়ে খেলি
কলকলানো নদীর স্রোতে চোখের পাতা মেলি
ময়ূরপঙ্খি দেখে আমার সারাটি দিন কাটে
মা খোঁজে তাই গলির মোড়ে পোড়া বাড়ির মাঠে
চাঁদ বরষায় ঝিলিমিলি তারার মাতা মাতি
জল পরীদের গল্প শুনে কাটাই সারা রাতি
মন যদি চায়
কখন কোথায়
যাই হারিয়ে আমি
মা জানে না, কেঊ মানে না
আমার এ পাগলামি।
লেখক: কবি
ওমর ফারুক নাজমুল
যখন আমার মন মানে না
কোথায় হারাই কেউ জানে না
স্বপ্ন মেলে পাখা
যায় কি ঘরে থাকা?
এইতো আমি ঘুরছি একা স্বপ্ন ডানায় ভেসে
মাঠ পেরিয়ে হাঁটছি আমি মায়া দ্বীপের দেশে
দ্বীপের দেশে নদীর সাথে বন্ধু হয়ে খেলি
কলকলানো নদীর স্রোতে চোখের পাতা মেলি
ময়ূরপঙ্খি দেখে আমার সারাটি দিন কাটে
মা খোঁজে তাই গলির মোড়ে পোড়া বাড়ির মাঠে
চাঁদ বরষায় ঝিলিমিলি তারার মাতা মাতি
জল পরীদের গল্প শুনে কাটাই সারা রাতি
মন যদি চায়
কখন কোথায়
যাই হারিয়ে আমি
মা জানে না, কেঊ মানে না
আমার এ পাগলামি।
লেখক: কবি
No comments:
Post a Comment