Jagrotobibek24

তথ্য, বিনোদন, সমাজ, বিজ্ঞান ও সাহিত্য সমৃদ্ধ একটি সুন্দর ব্লগ

Sponsored by: VINNOMATRA

GoRiseMe.com

Followers

Sunday 21 October 2018

মন যদি চায়

মন যদি চায় 
ওমর ফারুক নাজমুল 



যখন আমার মন মানে না 
কোথায় হারাই কেউ জানে না 
স্বপ্ন মেলে পাখা 
যায় কি ঘরে থাকা?
এইতো আমি ঘুরছি একা স্বপ্ন ডানায় ভেসে 
মাঠ পেরিয়ে হাঁটছি আমি মায়া দ্বীপের দেশে 
দ্বীপের দেশে নদীর সাথে বন্ধু হয়ে খেলি 
কলকলানো নদীর স্রোতে চোখের পাতা মেলি 
ময়ূরপঙ্খি দেখে আমার সারাটি দিন কাটে 
মা খোঁজে তাই গলির মোড়ে পোড়া বাড়ির মাঠে 
চাঁদ বরষায় ঝিলিমিলি তারার মাতা মাতি 
জল পরীদের গল্প শুনে কাটাই সারা রাতি 
মন যদি চায় 
কখন কোথায় 
যাই হারিয়ে আমি 
মা  জানে না, কেঊ মানে না 
আমার এ পাগলামি।

লেখক: কবি

No comments:

Post a Comment

International