ওয়াইফাই পাসওয়ার্ড পরিবর্তন, আইপি এড্রেস জানা এবং সকল রাউডার এর ডিফল্ট ইউজার নেম ও পাসওয়ার্ড লিস্ট
আজকাল প্রায়ই পাসওয়ার্ড ভুলে যান অথবা নতুন পাসওয়ার্ড পরিবর্তন করার প্রয়োজন হয়। আজ আপনার এ সমস্যাটি থেকে সম্পূর্ণ মুক্তি দিতে এই টিপসটি মনোযোগসহকারে পড়ুন এবং সে অনুযায়ী কাজ করুন। ইনশা-আল্লাহ ১০০% কাজ হবে।
পাসওয়ার্ড পরিবর্তনের জন্য প্রথমে এই লিংকে যান-
ভালোভাবে পড়ে বুঝে সে অনুযায়ী কাজ করুন। আশা করছি হবে।
এবার যদি আপনার রাউডারের ডিফল্ট পাওয়ার্ডগুলো জানা না থাকে তাহলে নিচের লিংকে যান-
এরপর রাউডার ব্যান্ড সিলেক্ট করে লিংকের উপর ক্লিক করুন। নতুন একটি ট্যাব আসবে। সেখান থেকে পাসওয়ার্ড পরিবর্তন করবেন যেভাবে নিয়ম দেখে পাসওয়ার্ড পরিবর্তন করে নিন।
এছাড়াও যদি রাউডার আইপি দেখার প্রয়োজন হয় তাহলে এই লিংকে ক্লিক করুন-
এছাড়াও আপনার আইপি এড্রেসের বিস্তারিত জানতে এই লিংকে ক্লিক করুন-
এরপর মেনুবার থেকে মাই আইপি (my IP) ক্লিক করুন।
[বি: দ্র: আইপি লোকেশন তথা আপনি সেখানে আছেন তা দেখাবে না। যারা এই আইপিটা প্রোভাইট করেছে তাদের ঠিকানা দেখাবে।]
আইপি এড্রেস সম্পর্কে কিছু ধারণা-
আইপি সম্পর্কে আরও কোন সমস্যা থাকলে গুগলে অথবা ইউটিবে সার্চ করুন।
লেখক: প্রশিক্ষক, (কম্পিউটার বেসিক ও ডিজাইন)
No comments:
Post a Comment